Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় নারীসহ ২ ভ্যানযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৫:৩০

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় এক নারীসহ দুইজন ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের বরিশালের বাবুগ‌ঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, ভ্যানের যাত্রী মো. ফজলুল হক (৬৩) ও শামীমা আক্তার পলি (৪০)। এছাড়া ভ্যানচালক মো. জয়নাল (৫০) ও নিহত শামীমার চার বছর বয়সী ছেলে তাওহীদ আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান মিলন জানান, নিহতদের বাড়ি রহমতপু‌র ইউনিয়নের মা‌নিককাঠি গ্রামে। নিহত ফজলুল হক ওই গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে এবং শামীমা আক্তার একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। প্রায় পৌনে একঘণ্টা পর উপজেলা প্রশাসন ও পু‌লিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত শ্যামলী প‌রিবহনের যাত্রীবা‌হী বাস‌টি কুয়াকাটা থেকে ব‌রিশালে পৌঁছা‌নোর পর দুপুর পৌনে ১২টার দিকে ব‌রিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি যাত্রীবা‌হী ভ্যানকে চাপা দেয় বাস‌টি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এছাড়া ভ্যানচালক জয়নাল এবং এক শিশুকে আহতাবস্থায় ব‌রিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত ফা‌তিমা বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জেনেছি। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ ছি‌ল। দুপুর সাড়ে ১২টায় স্বাভা‌বিক হয়েছে।

বিজ্ঞাপন

ব‌রিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার প‌রিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, যারা হতাহত হয়েছেন তারা সকলেই ভ্যানের যাত্রী। চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর