চা শ্রমিকরা খুশি
২৮ আগস্ট ২০২২ ১৫:১৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৬:৩৪
খাগড়াছড়ি: ১৯ দিনের আন্দোলন সংগ্রামের পর দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণের ঘোষণায় সারাদেশের মত রামগড় চা বাগান শ্রমিকদের মধ্যেও আনন্দে জোয়ার বইছে। চট্টগ্রাম অঞ্চলের ২১টি চা বাগানের শ্রমিকরা আজ রোববার কাজে যোগ দিয়েছে।
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী ফটিকছড়ির রামগড় চা বাগান শ্রমিকরা সকাল ৮টায় বাগানের ফ্যাক্টরি এলাকায় জড়ো হন। তারা এ সময় সমাবেশ করেন। তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ৮টা থেকে ৯ টা পর্যন্ত চলা এ সমাবেশে বিগত ১৯ দিনের আন্দোলন সংগ্রামের ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের করণীয় নিয়ে দিক নিদের্শনা দিয়ে বক্তব্য রাখেন রামগড় চা বাগান পঞ্চায়েত এর সভাপতি মদন রাজগড়, চট্টগ্রাম অঞ্চলের ভ্যালী কমিটির সাধারণ সম্পাদক যতন কর্মকার, রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব মুন্ডা, শ্রমিক সর্দার রতন উরাং।
আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো শ্রমিককে মালিক পক্ষ কোন ধরনের হয়রানি করলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার দাবি জানান।
গতকাল শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার পর চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। বলা হয়, ন্যূনতম মজুরির সঙ্গে আনুপাতিক হারে বাড়বে অন্যান্য ভাতা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা-শ্রমিকেরা। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও আন্দোলন অব্যাহত রাখেন তারা। এ ছাড়া রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাদের নানা আশ্বাস চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য বাগানগুলো কাজে যোগ দিলেও রামগড় চা বাগানের শ্রমিকরা ৩শ টাকা মজুরির দাবিতে অনড় থাকে। এর মধ্যেই গতকাল শনিবার নতুন মজুরি নির্ধারণ করে ঘোষণা আসে।
সারাবাংলা/একে