Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির ধর্মতত্ত্বে পাস ৮৯ শতাংশ, প্রথম খুলনার ইকবাল

ইবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৪:৫৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৫:২৬

ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৮৮৮ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে পরীক্ষায় জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন ইকবাল হোসাইন ইমন। তার রোল নম্বর ডি-১৭৩১। ইকবাল খুলনার কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক (আলিম) শেষ করেছেন।

বিজ্ঞাপন

ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ জানিয়েছেন, ফলাফল এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে হয়েছে। এ তালিকায় সর্বনিম্ন নম্বর ৭৮ দশমিক ৮৫। ভর্তি সংক্রান্ত তথ্য পরিবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ।

সারাবাংলা/একে

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর