Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ অধিবেশন বসছে কাল, শুরুতেই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ২০:২৫

ঢাকা: চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন রোববার (২৮ আগস্ট) বিকেলে বসছে। বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। এই অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

শনিবার (২৭ আগস্ট) সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। ধারণা করা হচ্ছে, এই অধিবেশন পাঁচ কার্যদিবস হতে পারে।

অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি সরকারি বিল জমা পড়েছে। সেগুলো হলো- আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। এছাড়া কমিটিতে পরীক্ষাধীন ছয়টি, পাসের অপেক্ষায় তিনটি বিল রয়েছে।

জানা গেছে, দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণ সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতুবি ঘোষণা করা হবে।
এর আগে, প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। অধবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠানের কথা রয়েছে।

বিজ্ঞাপন

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ ডেপুটি স্পিকার নির্বাচন সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর