Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু জ্ঞানপাপী গুজব ছড়াচ্ছে: ঢাবি ভিসি


২৪ এপ্রিল ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৯:২১

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।। 

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন,  ‘শিক্ষার্থীদের ডেকে কাউন্সিলিং করা, অভিভাবকদের ডেকে পরামর্শ গ্রহণ করা এসব নারী নির্যাতনের মধ্যে পরে না। কিন্তু কিছু জ্ঞানপাপী বিশ্ববিদ্যালয়ের মহৎ উদ্দেশ্য নস্যাৎ করার জন্য নানা ধরনের অপপ্রচার, অপতথ্য, গুজব ছড়াচ্ছে।’

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমিক সাফলতার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দুই শিক্ষকসহ মোট ১২৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ‘আজকে আমরা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিচ্ছি, এর মধ্যে গৌরব লুকিয়ে আছে। তোমরা জীবনে যে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে সেখানে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এর মধ্যেও আছে সার্থকতা।’

তিনি আরও বলেন, ‘মতলবি চিন্তা, গুজব, অসংস্কৃতি, অপতথ্য এবং অপপ্রচার এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার থাকতে হবে।’

অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘প্রগতিশীলতার পতাকাটি তোমাদের ধরে রাখতে হবে, অন্ধবিশ্বাস যেন তোমাদের মাঝে না থাকে, তোমাদের মধ্যে যেন থাকে উদারতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। তোমাদের মধ্যে থাকবে যুক্তি তর্কের আলোচনা এবং তোমাদেরকেই থাকতে হবে সত্য ন্যায় ও সুন্দরের পথে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজ আমাদের দেশে সুন্দরবন নষ্ট হচ্ছে, নদী- নালা দখল হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের কোন মুভমেন্ট আমারা দেখছি না। কারণ শিক্ষার্থীরা সেই মানের শিক্ষা গ্রহণ করতে পারছেন না। আমাদের উচিৎ হবে তাদের সেই মানের শিক্ষা প্রদান করা।’

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যে কোন পেশায় থাকো না কেন, কোথাও মাথা নিচু করবে না। মাথা উঁচু করে থাকতে হবে তোমাদের।’

অনুষ্ঠানে জিপিএ ৪ এর মধ্যে ৪ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস মেরিটলিস্ট অফ এক্সসেলেন্স, জিপিএ ৩.৮৫-৩.৯৯ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস মেরিটলিস্ট অফ অনার এবং জিপিএ ৩.৬০- ৩.৮৪ অর্জনকারী শিক্ষার্থীরা ডিনস মেরিটলিস্ট অফ একাডেমিক রিকগনিশন এ স্থান পান।

এছাড়াও সেরা গবেষণা করার স্বীকৃতি হিসেবে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ফর টিচার্স পান ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সেরা গবেষণা প্রবন্ধ রচনা করার জন্য একই পুরস্কার লাভ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ আকসাদুল আলম।

সারাবাংলা/আরএম/এমআইএস

ডিনস অ্যাওয়ার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর