Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৩ শতাংশ

ইবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১৮:৪৫

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৮৮ জন। যা মোট শিক্ষার্থীর ৯৩.১৯ শতাংশ।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে চলে এ পরীক্ষা।

ইউনিট সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উপস্থিতি সন্তোষজনক ছিল। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও কোনো অনিয়ম ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা চলাকাকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে, গত ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এদিকে আগামীকাল ২৮ আগস্ট একইসময়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমও

ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর