Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে মাদকসহ এক ভারতীয় আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১৮:০৭

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় মাদকসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আলতাব হোসেন। তিনি ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওসি শাহা আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ও ৩ লাখ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

ভারতীয় আটক লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর