Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১৮:০৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত বাবুল উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আশিক মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্য কৃষকরা তাকে বাড়ি নিয়ে আসেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি।’

সারাবাংলা/এমও

কৃষক নিহত বজ্রপাত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর