Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা-ইউরোপে খাদ্যের দাম দ্বিগুণ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১৭:৪৯

মানিকগঞ্জ: আমেরিকা ও ইউরোপে খাদ্যের দাম দ্বিগুণ হলেও বাংলাদেশ ভাল আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনেক বড় বড় রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে ৪টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘স্বাধীনতা বিরোধীসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। বঙ্গবন্ধুর কাছের লোকেরেই তাকে হত্যা করেছে। সেই গোষ্ঠীই ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। বিএনপি যখন ক্ষমতায় তারাই জাতীয় সংসদে ইনডেমনিটি বিল পাশ করেছিল। জিয়াউর রহমান এই ইনডেমনিটি বিল পাশ করেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি করে বিদেশে পাচার করা টাকা এই সরকার ফেরৎ এনেছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো ৬ ডিজিটের ওপরে আছে। যেখানে অনেক বড় বড় রাষ্ট্র মাইনাসে চলে গেছে। আমেরিকা ও ইউরোপে খাদ্যের দাম দ্বিগুণ হলেও বাংলাদেশ ভাল আছে।’

বাংলাদেশ পৃথিবীর মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় পঞ্চম স্থান লাভ করেছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর