Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ট্রাকের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১২:৫৭

কক্সবাজার: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল ১০টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার জয়নালের স্ত্রী সলিমা খাতুন (৪০), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৬) ও রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের মেরংলোয়া এলাকার মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

এই ঘটনায় আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন মো. হাবিবুল্লাহ (২০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী অটোরিকশাকে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আহত হন।

নিহতদের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

সারাবাংলা/এএম

কক্সবাজার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর