Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বিপ্লব বড়ুয়া

সারাবাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২২ ২২:৪৬

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকেই সবাইকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি।’

শুক্রবার (২৬ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

লোহাগাড়ার আমিরাবাদে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সারাবাংলা/আরডি/এমও

বিপ্লব বড়ুয়া ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর