Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের চেতনানির্ভর শিক্ষাব্যবস্থা প্রচলনে কাজ করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ২২:৩৫

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর, বিজ্ঞানবান্ধব, দক্ষতা নির্ভর, মানবিক ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা প্রচলনে কাজ করছে।

শুক্রবার (২৬ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি মানুষের হৃদয়ে বাস করতেন। তাই তিনি অনেকের আপত্তির পরও ৭০ এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ৭০ সালের নির্বাচনের নিরঙ্কুশ বিজয় স্বাধীনতার বৈধতা তৈরি করেছিল। নির্বাচনে অংশগ্রহণ না নিলে মুক্তিযুদ্ধে হয়ত আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেত না। তেমনি ৭ মার্চের ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। কারণ ঘোষণা দিলে স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলার চেষ্টা করতো পাকিস্তান সরকার।’

এসময় অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগমসহ অনেকে। এতে স্বাগত বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমও

মুক্তিযুদ্ধের চেতনানির্ভর সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর