Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রী ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ২১:৩৭

কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) ওই শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা করার জন্য কুড়িগ্রাম আদালতে নেওয়া হয়েছে। গ্রেফতার হওয়ায় ভয়ে পালিয়েছেন ওই শিক্ষক।

স্থানীয় আব্দুর করিম জানান, কর্মস্থলে যাওয়া আসার পথে গোরুকমন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব মিয়া বালারহাট ডি.এস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। এরপর থেকে উভয়ের মধ্যে একাধিকবার শারীরিক সর্ম্পক হয়। এতদিন তাদের প্রেমের সর্ম্পক গোপন থাকলেও তা ছড়িয়ে পড়ায় বিয়ের চাপ দেন ওই শিক্ষার্থী। পরে ওই শিক্ষকের লোকজন বৃহস্পতিবার মেয়ের বাড়িতে বৈঠকে বসে।

বিজ্ঞাপন

ওই বৈঠক ব্যর্থ হলে মেয়ের বাবা বাদি হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান জানান, মেয়ের বাবা বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য শুক্রবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ছাত্রী ধর্ষণ মামলা সহকারী শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর