Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: বাঁশখালী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তঃত ৩০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে। আহতদের মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৫ জন পুলিশ সদস্য আছেন।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম গুণাগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় দু’ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাঠে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

বিজ্ঞাপন

জানা গেছে, বাঁশখালী উপজেলা বিএনপি পুকুরিয়া ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছিল। এতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বর্তমান আহ্বায়ক আবু সুফিয়ানসহ জেলা জ্যেষ্ঠ্য নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। বিএনপির এই কর্মসূচির খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁশখালীর প্রধান সড়কসহ বিভিন্ন ইউনিয়নে অবস্থান নিয়ে দুপুর থেকে সভা-সমাবেশ শুরু করে।

বিষয়টি জানতে পেরে বিএনপি পুকুরিয়ায় কর্মসূচি বাতিল করে পশ্চিম গুণাগরীতে জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বিকেল ৪টার দিকে জাফরুল ইসলাম ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল গ্রামীণ সড়ক ছেড়ে প্রধান সড়কের ওঠার সময় সেখানে পুলিশ তাদের ঘিরে রাখে। এরপর সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। বিএনপির নেতাকর্মীদের হাতে লাঠি ছিল। তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের লাঠিচার্জ করতে হয়েছে।’

বিজ্ঞাপন

এসময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয় বলে জানান ওসি।

জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের এএসপি হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেন, ‘অতর্কিতে পুলিশের ওপর হামলা করা হয়েছে। আমি নিজে আহত হয়েছি। ওসি সাহেব আহত হয়েছেন। মোট ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ হামলা করেছে। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের সমাবেশ স্থল দখল করেছে। পুলিশ তাদের সহযোগিতা করেছে। এরপর আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হামলা করে। আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।’

সারাবাংলা/আরডি/এমও

আহত ৩০ টপ নিউজ বাশখালী বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর