বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা
২৬ আগস্ট ২০২২ ১৮:০৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ ২০:৪১
ঢাকা: জামিনে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনোকাণ্ডে বহিষ্কৃত ইসমাইল চৌধুরী সম্রাট।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে নেতাকর্মীদের বহর নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ঢাকা মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করে তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সব শহিদের জন্য দোয়া করেন তিনি।
এদিকে বহুল আলোচিত-সমালোচিত যুবলীগ নেতা সম্রাটের আগমনকে কেন্দ্র করে বেলা আড়াইটা থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সমবেত হতে শুরু করেন যুবলীগের শত শত নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার রাতে মুক্তি পান।
এর আগে, গত ২৩ আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতার কারণে আরও দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সারাবাংলা/এনআর/একে