Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে চা শ্রমিকদের শনিবারের সমাবেশ স্থগিত, কর্মবিরতি চলবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ১৭:৪৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ ২০:৪০

সিলেট: চা বাগান মালিকপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের খবর শুনে সিলেটের ২৩টি বাগানের চা শ্রমিকরা শনিবারের সমাবেশ সাময়িক স্থগিত করেছেন। তবে, তাদের কর্মবিরতি চলবে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ২ টায় সিলেটের মালনিছড়া বাগানে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে নেতারা এ কথা জানান।

এ সময় তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের পূর্ব পর্যন্ত তারা কঠোর আন্দোলনে যাবেন না। আগামীকালের বৈঠক পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হলে কাজে ফিরবেন শ্রমিকরা।’

বিজ্ঞাপন

সিলেট ভ্যালির ২৩টি বাগানের মধ্যে বিভিন্ন বাগানের পঞ্চায়েত প্রধান ও শ্রমিক নেতারা সিলেটের এ বৈঠকে উপস্থিত ছিলেন। এতে আন্দোলন, আলোচনা সমন্বয় করার জন্য প্রতিটি বাগান থেকে তিনজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

শনিবার সিলেটের কোর্ট পয়েন্টে চা শ্রমিকদের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো।

সারাবাংলা/এমও

কর্মবিরতি চা শ্রমিক সমাবেশ স্থগিত সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর