Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ১৭:৩১

বরিশাল: বরিশাল শাকিব হাওলাদার (১৮) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর শাকিব চরপত্তনিয়া গ্রামে নানাবাড়ি বসবাস করে আসছিলেন। ওই গ্রামসহ আশপাশ এলাকায় দৈনিক মজুরিভিত্তিক ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ করতেন তিনি।

বন্দর থানার এসআই আব্দুল জলিল জানান, চরপত্তনিয়া গ্রামের বাসিন্দা নয়ন সিকদারের নির্মাণাধীন ভবনের ছাদের রডের সঙ্গে শাকিবের মরদেহটি প্লাস্টিকের রশিতে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

সুরতহাল শেষে মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ঝুলন্ত মরদেহ দিনমজুর বরিশাল মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর