সেনা সংখ্যা বাড়াবে রাশিয়া
২৬ আগস্ট ২০২২ ১৩:৪৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ ১৭:৪৭
রাশিয়ার সামরিক বাহিনীতে সেনা সদস্যদের সংখ্যা বাড়ানোর এক ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনার ফলে রুশ বাহিনীতে এক লাখ ৩৭ হাজার নতুন সেনা সদস্য নেওয়া হবে। খবর আলজাজিরা।
ইউক্রেনে চলমান সামরিক পদক্ষেপের মধ্যে এই নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই ডিক্রিতে সই করেন তিনি।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই ডিক্রি কার্যকর করা শুরু হবে। তবে এক্ষেত্রে নিয়মিত নাকি অনিয়মিত বা উভয় প্রকার সেনা সদস্য নিয়োগ করা হবে তা পরিষ্কার করা হয়নি।
এই ডিক্রি বাস্তবায়িত হলে রাশিয়ার মোট সেনা সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জনে উন্নীত হবে। এর মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সেনা সংখ্যা। এর আগে, ২০১৮ সালের জারি করা নির্দেশনা অনুযায়ী দেশটির সেনা সংখ্যা ছিল ১৯ লাখ ২ হাজার ৭৫৮। এর মধ্যে ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন ছিল নিয়মিত সেনা।
ইউক্রেনে যুদ্ধে শুধুমাত্র চুক্তির ভিত্তিতে স্বেচ্ছাসেবক সৈন্যরা অংশ নিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। যদিও এই হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন।
সারাবাংলা/এনএস