Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ১২:০৩

খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গা উপজেলায় ট্রাক চাপায় রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন। একটি ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রুমা আক্তার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার রওসন আলীর মেয়ে। তার স্বামী মো. আব্দুলাহ’র বাড়ি নোয়াখালী জেলার শ্যামবাগে। তাদের এক বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, দাদি মারা যাওয়ায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন রুমা। আজ শুক্রবার সকালে স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হলে পথে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি টপ নিউজ ট্রাক চাপায় নিহত

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর