Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আছে নবনির্মিত ভবন, তবু ক্লাস ‘ভাঙা’ ঘরে

রানা আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ০৭:৫৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের নববনির্মিত ৪তলা ভবনটি হস্তান্তর না করায় দুর্ভোগে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ সংকটে পাঠদানে বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিত্যক্ত ও সিলিংবিহীন ভাঙা টিনের ঘরে ক্লাস করছেন এ বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থী।

জানা যায়, ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় ধরে ২০১৯ সালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়। ২০২০ সালের মধ্যে সব কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করার কথা থাকলেও, এখন পর্যন্ত ভবনটি হস্তান্তর করা হয়নি। তবে খুব দ্রুত ভবনটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা প্রকৌশলী অধিদফতর।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩৭৫ জন শিক্ষার্থী রয়েছে। নির্মিত নতুন একাডেমিক ভবন হস্তান্তর না করায় পরিত্যক্ত ও ভাঙা টিনের ঘরে চৈত্রের শুরু থেকে বর্তমানে চরম তাপদাহের মধ্যেও পাঠদান করা হচ্ছে। রোদের তাপে টিনের ঘরে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা মাঝেমাঝেই অসুস্থ হয়ে পড়ছে। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হারও অনেকাংশে কমে গেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুন রশিদ চৌধুরী বলেন, ‘আমি প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রায় এক মাস আগে আমাদের ভবন সমস্যার কথা অবহিত করেছি। ৭ দিনের মধ্যে ভবনটি হস্তান্তর করার আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন হয়নি।’

উল্লাপাড়া উপজেলা শিক্ষা প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘আমরা কয়েকদিন আগে সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করেছি। ভবনের সব কাজ প্রায় শেষ। কিছু কাজ বাকি ছিল সেটাও আমরা শেষ করেছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ভবনটি হস্তান্তর করা যাবে।’

বিজ্ঞাপন

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানের কথা ভেবে আমরা দ্রুতই ভবনটি হস্তান্তর করার চেষ্টা করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, ‘মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের নববনির্মিত ভনবটি নিয়ে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি। ভবনটির কিছু কাজ বাকি সেটাও শেষ হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে খুব দ্রুত ভবনটি হন্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমও

ক্লাস নবনির্মিত ভবন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর