দেশ বিরোধীদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে: মেয়র হাছিনা গাজী
২৫ আগস্ট ২০২২ ২০:২৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ ২০:৪১
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘দেশ বিরোধীচক্রের সব ষড়যন্ত্র সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য যারা ষড়যন্ত্র করছেন তারাই মূলত একাত্তর সালে এই দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। এই গোষ্ঠীটা নানাভাবে তৎপর আছে এদেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করবার জন্য।’
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে তারাবো পৌর পরিষদের মাসিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
তারাবো পৌরসভার মেয়র বলেন, ‘সব ষড়যন্ত্র রুখে দিয়ে আজকের বাংলাদেশে যেসব উন্নয়ন কার্যক্রম হচ্ছে তার সব কিছুর মূলেই রয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আমাদের দেশের একটি কুচক্রীমহল নানা ধরণের ষড়যন্ত্র বা গুজব ছড়াচ্ছে। এই সব ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।’
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি জানিয়ে হাছিনা গাজী বলেন, ‘তারাবো পৌরবাসীর সুখে-দুঃখে আমি সবসময় পাশে রয়েছি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সার্বিক সহযোগিতায় তারাবো পৌরসভায় অনেক উন্নয়ন করেছি। পৌরসভাকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, রফিকুল ইসলাম মনির, জসিম উদ্দিনসহ অনেকে।
সারাবাংলা/এমও