Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাব হেফাজত থেকে মুক্তি পেলেন সেই দুই নারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৯:৩৮

ঢাকা: ব্যাংক ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের অন্যতম সহযোগী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) সাবেক পরিচালক মো. খবির উদ্দিনের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ মুক্তি পেয়েছেন।

শারমিন আহমেদ ও তানিয়া আহমেদসহ পরিবারের চার সদস্যের পাসপোর্ট ও দুই সদস্যের জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার পর তাদের বুধবার (২৪ আগস্ট) রাতে র‍্যাব হেফাজত থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে হাইকোর্টে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট (কোম্পানি কোর্ট) বেঞ্চকে দুই মেয়ের আইনজীবী মো. আবু তালেব এ তথ্য জানান।

আইনজীবী মো. আবু তালেব জানান, গতকাল হাইকোর্ট ওই পরিবারের ১১ জনের পাসপোর্ট বা যাদের পাসপোর্ট নেই তাদের জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার শর্তে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে মুক্তির আদেশ দিয়েছিলেন। এরমধ্যে বুধবার শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ তাদের পাসপোর্ট আদালতে দাখিল করেন। তাদের পরিবারের সদস্যের মধ্যে দুই বোনসহ ছয় জনের পাসপোর্ট ও দুই জনের জাতীয় পরিচয়পত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার পর বুধবার রাতেই দুই বোনকে র‍্যাব হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। অন্য তিনজন সরাসরি খবির উদ্দিনের পরিবারের সদস্য নয়, দূর সম্পর্কের আত্মীয় বলে আদালতকে জানানো হয়।

তখন আদালত এ বিষয়টি আগামী সোমবার (২৯ আগস্ট) লিখিতভাবে জানানো নির্দেশ দেন।

এর আগে গতকাল (২৪ আগস্ট) শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে শর্ত সাপেক্ষে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ পিপলস লিজিং র‌্যাব হেফাজত