Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৮:৩৪

বশেমুরবিপ্রবি: বহুল আলোচিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শীতল পাল জেলার দায়রা জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন।

এতে অভিযুক্ত সবাইকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলো- ইমন, হেলাল, প্রদিপ, নাহিদ, তুর্য, পিয়াস, জীবন ও ফরিদ। তারা সবাই গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকা ও এর আশপাশের বাসিন্দা।

বিজ্ঞাপন

ওসি শীতল পাল বলেন, ‘আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট পাঠানো হয়েছে। এই আট জনের মধ্যে ৫ জন সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত এবং বাকি ৩ জন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এদের দু’জনের ডিএনএ ম্যাচ করেছে।’

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী শিক্ষার্থীকে জোরপূর্বক একটি ভবনে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। পরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ২৫ ফেব্রুয়ারি রাতে সদর দফতর গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-৮ এর সদস্যরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সারাবাংলা/এমও

চার্জশিট দলবেঁধে ধর্ষণ বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর