Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউশনিতে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার রাবি ছাত্রী

রাবি করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৮:১৬

রাজশাহী: টিউশনিতে যাওয়ার সময় রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার সকাল ৮টায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। এ সময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন কেউ ছিল না। হঠাৎ সেখানে একজন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। সে সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যান। এমন অবস্থায় অপরাধীর শাস্তি এবং নিজের নিরাপত্তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। ক্যাম্পাসের বাইরে ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে।’

সারাবাংলা/একে

যৌন হয়রানি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর