মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের মানববন্ধন
২৫ আগস্ট ২০২২ ১৫:৫৮
কক্সবাজার: মিয়ানমারে ২০১৭ সালে চরম বর্বরতা ও গণহত্যার বিচার দাবি এবং পূর্ণ নাগরিক অধিকার দিয়ে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ করেছে রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া-টেকনাফের ২০টি ক্যাম্পে পৃথকভাবে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় তাদের নিরাপদ আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তারা।
‘আমরা আমাদের বাড়ি ফিরতে চাই, সমান অধিকার চাই’— প্রতিপাদ্য নিয়ে চলমান মানববন্ধনে নানা দাবি নিয়ে বক্তব্য দেন ক্যাম্প ও ব্লকভিত্তিক কমিউনিটি রোহিঙ্গা নেতারা।
উখিয়ার কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালীর তাজনিমারখোলাসহ ২০টি ক্যাম্পে এ সমাবেশ ও মানববন্ধন করে রোহিঙ্গারা।
এর আগে ২০১৯ সালের ২৫ আগস্ট ক্যাম্পে প্রথম বড় সমাবেশ করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার মুহিবুল্লাহ। পরে তিনি সন্ত্রাসীদের হাতে নিহত হন। এবারের সমাবেশে কারা নেতৃত্ব দিচ্ছেন, তা গোপন রাখা হয়েছে।
সারাবাংলা/এএম