Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষুদ্র তাঁতিদের তাঁত পণ্যের গুণগত মানন্নোয়নে কাজ করছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৫:২২

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, দেশের ক্ষুদ্র তাঁতিদের তাঁতজাত পণ্যের গুণগত মানন্নোয়নে কাজ করছে সরকার। এজন্য দেশের তাঁত সমৃদ্ধ অঞ্চলগুলোতে ক্লথ প্রসেসিং সেন্টার (সিবিসি) স্থাপন করা হচ্ছে। এতে ক্ষুদ্র তাঁতিরা কম খরচে তাদের পণ্যর মান বাড়াতে সমর্থ হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিক সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ কে সমানে রেখে সরকার তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এখাতকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রফতানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সারাবাংলা/পিটিএম

তাঁত পণ্য তাঁতি মানন্নোয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর