Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বন সংরক্ষককে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১৫:১৬

ঢাকা: আদালতের নির্দেশ প্রতিপালন না করায় বন অধিদফরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান এম. এ ওবাঈদ হোসেন সেতু। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী।

বিজ্ঞাপন

পরে আইনজীবী সেতু বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে কাঠ ক্রয় করেন ফরিদপুরের এক ক্রেতা। সেই কাঠবোঝাই ট্রাক ফরিদপুর গেলে তা জব্দ করে পুলিশ। তখন আমরা সোহাগ টিম্বার ব্যবসা পরিচালনার যাবতীয় বৈধ কাগজপত্র ফরিদপুর বন বিভাগে দেখানোর পরও তারা কাঠ হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এরপর কাঠ ফিরে পেতে আমরা ওই বছরের ২ মার্চ প্রধান বন সংরক্ষক বরাবর আবেদন করি। দীর্ঘদিনেও আমাদের সে আবেদনটি নিষ্পত্তি না করায় আমরা হাইকোর্টে রিট করি।

তিনি বলেন, রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে প্রধান বন সংরক্ষককে আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু ৩০ দিন পেরিয়ে গেলেও আবেদনটি নিষ্পত্তি না করায় প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননায় নোটিশ দেওয়া হয়।

এরপর নোটিশের জবাব না পেয়ে জুন মাসে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন তিনি। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আদালতের আদেশ অমান্য করায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর