Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে রেলস্টেশনে রুশ হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২ ১২:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ ১৫:৫৭

রুশ হামলায় চ্যাপলাইন শহরের আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়, ছবি: বিবিসি

ইউক্রেনের একটি রেলস্টেশনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এ ঘটনায় ২২ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। দেশটিতে রুশ আক্রমণের ছয় মাসের মাথায় মস্কো এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। খবর বিবিসি।

এ হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে একটি গাড়িতে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ বছরের এক কিশোরও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করেন। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চ্যাপলাইনে রুশ হামলার কথা জানতে পারেন তিনি। এ সময় রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য কি এভাবেই প্রস্তুতি নিয়েছে মস্কো?’

তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। যদিও এর আগে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা বারবার কথা অস্বীকার করেছে রুশ প্রশাসন।

সারাবাংলা/এনএস

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর