Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সময়ে চলবে বশেমুরবিপ্রবির অফিস কার্যক্রম

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১০:১৬

বশেমুরবিপ্রবি: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিস কার্যক্রম নতুন নিয়মে পরিচালিত হবে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে এই নিয়ম কার্যকর হবে। গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তবে নতুন এই সময় জরুরি সেবা সমূহের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর