Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ০৮:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ ০৮:৩৭

ঢাকা: জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যদ্রব্য সহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানো ও বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ছয়টা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা রাজধানীর পল্টন মোড়, শান্তিনগর, মোহাম্মদপুর, আজিমপুর, শাহবাগ মোড়, হাজারীবাগ, জুরাইন, মিরপুর সহ ১৩টি স্থানে মিছিল-বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন মোড়ে সকাল ৬টায় সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্লিন্স, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় থেকে কাকরাইল হয়ে বিজয়নগর সড়ক ধরে আবারও পল্টন হয়ে জিরো পয়েন্টে গুলিস্তান ঘুরে আসে। এসময় সড়কে বাস, মিনিবাস, রিকশা সিএনজিসহ অন্যান্য যানবাহন চলছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পল্টন মোড়ে দাঙ্গা পুলিশ, জলকামান ও এপিসি অর্থাৎ বুলেট বুলেটপ্রুফ গাড়ি দেখা যায়।

সকাল ৭টা থেকে পিকেটিং শুরু হয়। এসময় য বিক্ষোভকারীরা গাড়ি চলাচলে বাধা দেয়। সাড়ে সাতটায় বাম জোটের নেতারা ওয়ালটন মোড়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এসময় পুলিশ প্রটেকশনে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

টপ নিউজ বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর