Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়নগরে ইলেকট্রনিক্স পণ্যের গুদামের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ২১:৪৬

ঢাকা: রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৪ আগস্ট) রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক সারাবাংলাকে বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সবশেষ খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। সবমিলিয়ে ১৩টি ইউনিটের ১১০ জন কর্মী একযোগে কাজ করেন।

এছাড়াও পুলিশ, স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডাকা মেট্রো) দেবাশীষ বর্ধন বলেন, দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ডাম্পিংয়ের কাজ চলছে এখন। কোনো হতাহত পাওয়া যায়নি।

সারাবাংলা/ইউজে/এএম

আগুন টপ নিউজ বিজয়নগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর