চা শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়: পরিবেশমন্ত্রী
২৪ আগস্ট ২০২২ ২১:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ ১২:১৮
মৌলভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল। বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। তালিকা করে প্রতিবছর ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা অন্য কোনো সরকার দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চা-শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবে।
বুধবার (২৪ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ীতে ৩০০ টাকা মজুরির দাবিতে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক অবরোধকারী চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আপনারা জীবনভর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান সরকারের উদ্যোগে আপনাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হচ্ছে, দেশ পরিচালনায় অংশ নিচ্ছে।
তিনি বলেন, আগামী ২-৩ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মজুরি বিষয়ে কথা বলবেন। পরে পরিবেশমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকরা অবরোধ তুলে নেন।
সারাবাংলা/এএম