Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের গ্রেফতারে পূর্বানুমতির বিষয়ে আদেশ কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ১৮:৪০

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

আদালতে রিট পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মন্ডল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারায় বলা হয়, ‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেফতার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।’

তবে আইনের এই ধারা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে রিট সুপ্রিম কোর্টের করেন আইনজীবী সরোয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম।

সেই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ৪১ (১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং ধারাটি কেন সংবিধানের ২৬ (১) (২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

বিজ্ঞাপন

এরপর আজ ওই রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

গ্রেফতার পূর্বানুমতি সরকারি চাকরিজীবী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর