Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় সেলিম প্রধানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ১৮:১৫

ঢাকা: অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মাদক মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালত দশ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। মামলাটিতে বাড়ির ম্যানেজার তাজুল ইসলাম ও দারোয়ান রাশেদ সাক্ষ্য দেন। এরপর সেলিম প্রধানের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায়ও জামিন পান সেলিম প্রধান। তবে এখনো দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় কারামুক্ত হতে পারছেন না সেলিম প্রধান।

এদিকে, সেলিমের আইনজীবী খাজা গোলামুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেলেন। দুদকসহ দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এজন্য তিনি কারামুক্ত হতে পারছেন না।

মাদক মালাটি তদন্ত করে র‌্যাব-১ এর সাব-ইন্সপেক্টর (নি.) হারুন অর রশিদ সেলিম প্রধানসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। অপর দুই আসামি হলেন- তার সহযোগী আক্তারুজ্জামান ও রোমান।

২০২১ সালের ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটিতে এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

সেলিম প্রধানকে ২০১৯ সালেল ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। একইসঙ্গে হরিণের চামড়া পাওয়া যাওয়ায় ওইদিনই সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

ওই ঘটনায় গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানিলন্ডারিং আইনে দুটি মামলা করে র‌্যাব। ওই মামলাগুলোয় তাকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

জামিন সেলিম প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর