Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ১২:৩২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচাপায় মেহজাবিন ইসলাম ভুইয়া মারিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। এই ঘটনায় ফাইজা সরকার (৭) নামে আরেক শিশু আহত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পুর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মারিয়াকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। আহত ফাইজাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মৃত মারিয়া কুমিলা সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত মুজাহিদুল ইসলামের মেয়ে। দুই বোনের মধ্যে মারিয়া ছিল ছোট। মারিয়ার বাবা মারা যাওয়ার পর মা তাহমিনা আক্তার রুনা দ্বিতীয় বিয়ে করে স্বামী কাজী জুলফিকার আলীকে নিয়ে পূর্ব জুরাইন কমিশনার মোড় নিজেদের বাসায় থাকেন। মারিয়া জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ত।

কাজী জুলফিকার আলী জানান, সকালে মারিয়া ও নওরিন দুই বোনকে নিয়ে নানী মালেকা বেগম স্কুলে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় এসে মারিয়া আরেক শিশু ফাইজার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।

আহত ফাইজার মা আফসানা সরকার জানান, তাদের বাসা জুরাইন কমিশনার রোডে। সকালে তিনি তার মেয়ে ফাইজাকে নিয়ে পায়ে হেঁটে আশরাফ সিদ্দিকা মাদ্রাসায় যাচ্ছিলেন। মারিয়াও তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। মারিয়া ও ফাইজা হাত ধরে আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা এসে তাদের চাপা দেয়। এতে দুজন রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে মারিয়া মারা যায়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মারিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ফাইজার হাতে ও মুখেসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

টপ নিউজ শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর