Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এমপির গাড়িতে ঢিল ছোড়া নিয়ে তুলকালাম


২৪ এপ্রিল ২০১৮ ১৫:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সরকারদলীয় এক সংসদ সদস্যের গাড়িতে ঢিল ছোড়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিপুল সংখ্যক পুলিশ। ব্যাপক লোকজনের উপস্থিতির কারণে সড়কে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। কিন্তু পরে দেখা গেছে, ঢিল ছুড়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী, তাকে সব সময় শেকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয় বলে শুনেছি। কিভাবে যেন আজ (মঙ্গলবার) ছাড়া পেয়ে রাস্তায় চলে এসেছিলেন। এমপি সাহেবের গাড়ি চট্টগ্রাম নগরী থেকে পটিয়া দিয়ে উনার নির্বাচনী এলাকা সাতকানিয়ায় যাবার পথে উনার গাড়িতে একটা ঢিল ছুড়েন। খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়েছিল। তবে এমপি সাহেবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢিল ছোড়ার পর সংসদ সদস্য নদভী নিজে গাড়ি থেকে নেমে যান। দুর্বৃত্তদের হামলা ভেবে তিনি পটিয়া থানায় খবর দেন। প্রায় শ’খানেক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঘটনাস্থলে যান। সেখানে বিপুল সংখ্যক লোকজন জমে যায়।

তবে পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধান করে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে সংসদ সদস্যের সামনে আনেন। তিনি ওই নারীকে আর্থিক সহায়তা দেন। এছাড়া তাকে হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

একেএম এমরান ভূঁইয়া ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী সংসদ সদস্যের গাড়িতে ঢিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর