Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ক্ষমতা ধরে রাখার নীলনকশা: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ২১:০৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ ১২:১২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচনকে প্রচণ্ড ঝুঁকির মুখে ফেলবে। অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে সুদূর পরাহত করবে‌। এটা গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকারের বিরুদ্ধে চক্রান্ত।’

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সংসদ নির্বাচনে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটানোর নীলনকশার অংশ অভিযোগ করে জেএসডি সভাপতির বিবৃতিতে বলা হয়, এটা একেবারেই গণআকাঙ্ক্ষা বিরোধী। বাংলাদেশের একজন ভোটার নাই, যিনি ইভিএমএ ভোট দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইভিএম বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতি এবং প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা প্রশ্নে সাংঘর্ষিক। ভোটাররা ইভিএম ব্যবহারে যেমন স্বাচ্ছন্দ্য নয়, তেমনই ইভিএম ত্রুটিমুক্ত নয়। ইভিএমের ওপর জনগণের ন্যূনতম আস্থা নেই। ইভিএম জনগণের কাছে জালিয়াতির বক্স হিসেবে পরিচিত। আগামী সংসদ নির্বাচনকে নির্বাচনি নাটকে পরিণত করার মহড়া প্রদর্শনীর এই আয়োজন জনগণ প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে।

‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ভ্যন্তরীণ রাজনীতিতে চরম নৈরাজ্য সৃষ্টি হবে এবং ভূ রাজনীতিতে দেশ গভীর সংকটে পড়বে। যা কোনক্রমেই দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার সহায়ক হবে না।’- বলা হয় বিবৃতিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এএম

আ স ম রব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর