Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে চুরি বন্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ২০:০৯

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘঠিত একের পর এক চুরির ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ইউপি কার্যালয়ে আয়োজিত সাংবাদক সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি। ওমর ফারুক বলেন, ‘গত ১১ বছর চর জব্বর ইউনিয়ন পরিষদ ছিল অপরাধীদের কাছে জিম্মি। চুরি, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতনের অসংখ্য ঘটনার সাক্ষী এই ইউনিয়নের বাসিন্দারা। নির্যাতনের শিকার হয়েও সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে বিচার পায়নি। বরং বিচারের নামে লাখ লাখ টাকার সালিশ বাণিজ্য হয়েছে এই ইউনিয়নে। আর এসব অপকর্মের জবাব গত ১০ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিয়েছেন জনগণ। একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন ভোটাররা।’

বিজ্ঞাপন

সাংবাদিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই তার ইউনিয়নে একের পর এক চুরির ঘটনা ঘটে। প্রথম দিকে তিনি ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে মনে করলেও সম্প্রতি চেউয়াখালী বাজারের কামাল ডাক্তারের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার আসামি মো. সোহেলের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে পরিকল্পিতভাবে তার ইউনিয়নে চুরি করানোর পরিকল্পনার বিষয়টি প্রকাশ পায় ‘

ওমর ফারুক জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সোহেল জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর নবী ওরফে মজনুর নির্দেশনায় তিনিসহ কয়েকজন পরিকল্পিতভাবে একেক দিন একেক বাড়ি ও দোকানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি করেন। স্বীকারোক্তিতে সোহেল আরও বলেছেন, তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চুরিসহ নানা অপরাধ করছে এবং চোরাই মালামালের ভাগ মজনুকে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তির স্বার্থে গ্রেফতার হওয়া চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী এ কাজে ইন্ধনদাতাদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, ‘চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে থানা-পুলিশের ‘জিরো ট্রলারেন্স’ নীতি রয়েছে। চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তির আদালতে দেওয়া স্বীকারোক্তির বিষয়ে তদন্ত চলছে।’

সারাবাংলা/এনএস

নোয়াখালী সুবর্ণচর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর