Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৯:৫৩

প্রতীকী ছবি

রাঙামাটি: জেলা শহরের তবলছড়ি এলাকায় ইন্টারনেটের মেরামতের কাজ করতে গিয়ে মোক্তার উদ্দিন (১৯) নামে এক তরুণ প্রাণহারিয়েছেন। তিনি শহরের স্বর্ণটিলা এলাকার মো. জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকার মা ট্রেডার্সে সামনে ইন্টারনেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চক্রবর্তী জানান, আমি খবর পেয়ে দুপুর একটার দিকে হাসপাতালে গিয়ে মোক্তারকে মৃত অবস্থায় পাই। তার লাশ ময়নাতদন্তের জন্য মগে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনএস

রাঙামাটি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর