Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনলিমিটেড ডাটা প্যাকেজ আনল রবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১২:১৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ১৯:২০

ঢাকা: আনলিমিটেড (সীমাহীন মেয়াদ এবং সীমাহীন ভলিউমের) ডাটা প্যাকেজ এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। যারা মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য সীমাহীন মেয়াদের প্যাকেজ এবং নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন ডাটা ব্যবহার করতে আগ্রহী গ্রাহকদের জন্য সীমাহীন ভলিউমের প্যাকেজ এনেছে অপারেটরটি।

মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০, ২০ ও ৫০ জিবির সীমাহীন মেয়াদের ডাটা প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। বাজারে থাকা বহুমাত্রিক ডাটা প্যাকের মধ্যে গ্রাহকদের জন্য এই ১০ জিবির ডাটা প্যাকটি আকর্ষণীয় দামে নিয়ে এনেছে রবি। এছাড়া গ্রাহকরা ২৩ টাকায় ২ ঘণ্টা এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টা সীমাহীন ডাটা উপভোগ করতে পারবেন। সকল ডাটা ব্যবহারকারী গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এই প্যাকগুলোতে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য।

রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা এই শিল্পে সর্বোচ্চ। আকর্ষণীয় এই ডাটা প্যাকগুলো রবির গ্রাহকদের ডিজিটাল জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছে অপেরাটরটি। মোট গ্রাহকের ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে এই সেবা প্রদানে অগ্রণী অবস্থানে রয়েছে রবি।

সারাবাংলা/ইএইচটি/এনএস

রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর