ব্যাগের মধ্য থেকে জীবন্ত নবজাতক উদ্ধার
২৩ আগস্ট ২০২২ ১৪:৪৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ১৪:৫২
সিরাজগঞ্জ: কামারখন্দে ব্যাগের ভেতর থেকে এক নবজাতক শিশু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
নবজাতককে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে এক নারী মাঠে হাঁস চড়াতে গিয়ে ব্যাগের মধ্যে থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নবজাতক শিশুটির খোঁজ নিতে হাসপাতালে এসেছিলেন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।
সারাবাংলা/এমও