Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৩:২৩

জয়পুরহাট: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ গোলাম রব্বানী নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে নওগাঁ শহরের কিচেন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গোলাম রব্বানী নওগাঁ সদর উপজেলার চক ইলাম গ্রামের মেহের আলীর ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। কয়েকদিন আগে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। মঙ্গলবার ভোরে চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গোলাম রব্বানী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এসময় মোটরসাইকেল চুরির কাজে ব্যবহ্নত একটি মাস্টার কিসহ বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের ২টি তালা খোলার চাবি উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমও

চোর চক্র জয়পুরহাট মোটরসাইকেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর