Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১০:০৩

দিনাজপুর: ঘোড়াঘাটে ট্রাক চাপায় ওমর ফারুক (৪২) নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক এবং হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছে। গ্রেফতার করা হয়েছে হেলপারকে। গ্রেফতার ট্রাক হেলপার বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৩৮)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সড়কে ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৩টার সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৭৩৮৪) কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, ‘আমরা সবাই গভীর ভাবে শোকাহত। এই ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা করেছি। পলাতক ট্রাক চালককে অতিদ্রুত গ্রেফতার করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

ঘোড়াঘাট টপ নিউজ নিহত পুলিশ কনস্টেবল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর