খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
২৩ আগস্ট ২০২২ ০০:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ০০:২২
ঢাকা: রাজধানীর খিলক্ষেত জোয়ার সাহারা রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অজ্ঞাত আরও একজন।
সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পথচারী মো. শাহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে জোয়ার সাহারা রেলগেটে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে অজ্ঞাত (৪০) বছরের ওই ব্যক্তিকে কয়েকজন মিলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এবং অজ্ঞাত (৩৫) বছরের ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।
ঢাকার রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং জানান, রাতে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় দুই ব্যক্তি। এতে একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যায়। যার আনুমানিক বয়স হবে (৪০) বছর।
তিনি আরও জানান, আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। যার আনুমানিক বয়স (৩৫) বছর। তাদের কারও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।