Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধের দোকান বন্ধের নির্দেশের বিরুদ্ধে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ০০:১১ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ০০:১৩

ঢাকা: জ্বালানি সাশ্রয়ে দোকানপাট, শপিংমল, মার্কেট, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ইত্যাদির পাশাপাশি ওষুধের দোকান বন্ধেরও সময়সূচি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খানের পক্ষে সরকারের তিন কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সই করা একটি আইনি নোটিশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, এদিন দুপুরে দোকানপাট, শপিংমল, মার্কেট, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ইত্যাদি খোলা রাখার নতুন সময়সূচি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএসসিসি। নতুন সময়সূচি অনুযায়ী দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক/বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সবধরনের রেস্তোরাঁ, খাবার দোকানের রান্নাঘর খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।

এছাড়া চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ও স্থাপনা খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। সাধারণ ওষুধের দোকান খোলা থাকবে রাত ১২টা পর্যন্ত। তবে হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ প্রজ্ঞাপন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সরকারের তিন কর্মকর্তার বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, আমার মক্কেলের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে এবং তার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে লিগ্যাল নোটিশ গ্রহীতাকে এই মর্মে জানাচ্ছি যে, আজ দেশের বিভিন্ন গণমাধ্যমে জারি করা গণবিজ্ঞপ্তি নোটিশ প্রেরণকারীদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে উল্লেখ আছে, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা এবং হাসপাতালের সাথে যুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে। এবং এর পর বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, ওষুধ হলো জীবন রক্ষাকারী আবশ্যকীয় একটি পণ্য। যা প্রয়োজনীয়তা সাপেক্ষে জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক প্রয়োগ করতে হয়। কিন্তু ওষুধ বিক্রির সময় নির্ধারণ করে দেওয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জরুরি চিকিৎসার স্বার্থে যেকোনো সময়ে ওষুধের প্রয়োজন হওয়ার সম্ভাবনা থাকে।

নোটিশে আরও বলা হয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবন রক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আপনার এই গণবিজ্ঞপ্তিটি বাংলাদেশের সংবিধানের ওই অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

সেজন্য নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গণবিজ্ঞপ্তিটির ওই অংশ পরিবর্তন বা সংশোন করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় গণবিজ্ঞপ্তির কারণে কারও জীবন বিপন্ন হলে তার দায়-দায়িত্ব নোটিশ গ্রহণকারীদের বহন করতে হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি ঘাটতি কমাতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি দিয়েছে সরকার। নতুন সূচি অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকার অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সারাবাংলা/পিটিএম

আইনি নোটিশ ওষুধের দোকান বন্‌ধ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর