Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা চেয়ে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ২৩:৫৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ ১২:১৬

ঢাকা: চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দৈনিক মজুরি ৫০০ টাকা পাশাপাশি চা শ্রমিকদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

শ্রম মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক (ডিজি), চা বোর্ডের চেয়ারম্যান এবং ন্যূনতম মজুরি বোর্ডের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী আনিচুর রহমানের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস এ নোটিশ পাঠান। সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের বাংলাদেশে নিজস্ব কোনো ভূমি নেই। এটা হতে পারে না। এ কারণে নোটিশে দৈনিক মজুরি ৫০০ টাকার পাশাপাশি চা শ্রমিকদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে চা শ্রমিকদের বাসস্থান সাংবিধানিক অধিকার। তাদের অবশ্যই ভূমি থাকবে। এছাড়া বর্তমান বাজার মূল্যে চা শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা অমানবিক। এসব বিবেচনায় আদালতে নোটিশ পাঠিয়েছি।’

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা।

আন্দোলনের পর থেকে মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। সর্বশেষ রোববার (২১ আগস্ট) দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় মৌলভীবাজারের চা শ্রমিকরা সোমবার কাজে যোগ দিলেও সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হবিগঞ্জের ২৫ হাজার শ্রমিক আন্দোলন অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

৩০০ টাকা মজুরির দাবি আইনি নোটিশ চা শ্রমিক দৈনিক মজুরি নোটিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর