Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ২১:৪১ | আপডেট: ২২ আগস্ট ২০২২ ২১:৪৩

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহের ছয়দিনে পাঠদানের যে কাজ সম্পন্ন হতো তা পাঁচ দিনেই শেষ করতে হবে। এছাড়া আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি।

সপ্তাহে দু’দিন ছুটির সরকারি সিদ্ধান্তের পর সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর ডেফোডিল ইন্সস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমনিতেই আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার পরিকল্পনা আমাদের ছিলোই। আমরা দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছি। সপ্তাহের শুক্র ও শনিবার বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখা যায় কিনা। কিন্তু আজকাল অনেক বাবা-মা কর্মজীবী। তাদের ছুটির সঙ্গে সমন্বয় রেখে শুক্র ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। চাকরিজীবীরা সপ্তাহে পাঁচদিন কাজ করে। শুধু শিক্ষকরা ছয় দিন কাজ করে। কাজেই সেই শিক্ষকরাও যদি পাঁচ দিন কাজ করে তাহলে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবে।’

চলমান বিদ্যুৎ সংকটে এই ছুটি কাজে দেবে কিনা প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘কিছুটা তো কাজে দেবেই। ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলে, তার একটা বিরাট সংখ্যক যানবাহন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে।’

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন পর শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অনেক বাবা-মা বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে যান। পরিবর্তন করতে পারলে ভালো হতো। খুব বেশি অসুবিধা হলে দেখবো, আপাতত সময় যেটা আছে তাই থাকবে।’

বিজ্ঞাপন

ডেফোডিল ইন্সস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেসব পরিবর্তনে অনেক চ্যালেঞ্জ থাকবে সন্দেহ নেই। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের এগোতে হবে। কোনো কিছু সহজ নয়, কোনো কিছু সহজ ছিলো না। বঙ্গবন্ধু এই বাংলাদেশটা দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা যেনো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে পারি।’

সারাবাংলা/টিএস/এমও

পরিবর্তন বিদ্যালয়ের সময়সূচি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর