Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমিত আকারে খোলা থাকবে সুপ্রিম কোর্টের ‘ন্যায় স্মরণি’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ২০:৪২

ঢাকা: সীমিত সময়ের জন্য সুপ্রিম কোর্টের ‘ন্যায় স্মরণি’ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট জাজেস কমিটি, অ্যার্টনি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য নেতাদের মধ্যকার সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ আগস্ট সকাল ৮.৩০ মিনিট হতে সকাল ১১.০০টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের উদ্দেশ্যে একমুখী চলাচলের জন্য ‘ন্যায় স্মরণি’র রাস্তা উন্মুক্ত থাকবে। এরপর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে যানবাহন বের হওয়ার উদ্দেশে একমুখী চলাচলের জন্য ন্যায় স্মরণির রাস্তা উন্মুক্ত থাকবে। অন্যান্য সময় এই গেইট বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের পতাকাবাহী গাড়ি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের গাড়ি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বৈধ স্টিকারযুক্ত গাড়ি, অ্যার্টনি জেনারেল কার্যালয়ের গাড়ি, সলিসিটর কার্যালয়ের গাড়ি এবং যথাযথ আইডি কার্ডসহ সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের ব্যক্তিগত এবং ভাড়া করা যানবাহন এই রাস্তায় চলাচল করতে পারবে। সব রিকশা, সিএনজি, ভাড়া করা মোটরসাইকেল পুরাতন হাইকোর্ট ভবন ও বারের পার্কিংয়ের মধ্যবর্তী গোল চত্ত্বরে যাত্রী নামিয়ে মাজার গেট দিয়ে বের হয়ে যাবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘নিরাপত্তা সংক্রান্ত সুপ্রিম কোর্ট জাজেস কমিটি, অ্যার্টনি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য নেতাদের সমন্বয়ে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত এসব সভায় ‘ন্যায় স্মরণির রাস্তা’ সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল ২৩ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সারাবাংলা/কেআইএফ/এমও

সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর