Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে গণসংহতির বিক্ষোভ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ২০:২৩

ঢাকা: ‘পুলিশি হত্যাকাণ্ড’ ও আয়নাঘরে’র নির্যাতনের বিচার, চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরি ঘোষণা, জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামীকাল মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন।

সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণসংহতির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে।

বিজ্ঞাপন

দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমম্বয়ক আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখ্তার, মনিরউদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন।

=

সারাবাংলা/এএইচএইচ/একে

গণসংহতি আন্দোলন প্রতিবাদ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর