Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ভর্তুকি অব্যাহত রাখার দাবি নাগরিক সমাজের

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২২ ১৮:৫৩

ঢাকা: ঢাকা ওয়াসা পানির মূলবৃদ্ধির যে প্রস্তাব করেছে তা বাস্তবায়ন না করে পানিতে সরকারের ভর্তুকি অব্যাহত রাখার দাবি করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

সোমবার (২২ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ন্যায্য মূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘পানির অপর নাম জীবন। তাই প্রত্যেক নাগরিকের নিরাপদ পানি ন্যায্য মূল্যে পাওয়া এবং নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া মৌলিক অধিকার। আমাদের সংগঠন গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ ঢাকা ওয়ালা ভবনের সামনে ২০ শতাংশ পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করে। সেখানে আমাদের দাবি ছিল মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। তাছাড়া বর্তমান পানি অনেক ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত ময়লা এবং মানহীন।’

তিনি বলেন, ‘পরবর্তীতে কুয়াশা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সমস্যা সমাধানে আমাদের সঙ্গে একটি বৈঠক করে। সেখানে কর্তৃপক্ষ আমাদের জানায় বর্তমানে এক হাজার লিটার পানি উৎপাদন করতে তাদের খরচ হয় ২৫ টাকা। কিন্তু গ্রাহক দেয় ১৫ টাকা, বাকি ১০ টাকা সরকার নিয়মিত ভর্তুকি দিয়ে আসছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ঋণদাতাদের চাপ এবং মানুষের ক্ষমতা বৃদ্ধি এবং ভর্তুকির টাকা ধনীরাও ভোগ করছে তাই এটি সমন্বয় করা ছাড়া ওয়াসার করার কিছু নেই। তবে সরকার যদি ভর্তুকি অব্যাহত রাখে তাহলে দাম বাড়ানো প্রয়োজন হবে না।’

ওয়াসার প্রকৌশল বিভাগের পরিচালক এ কে এম শহিদ উদ্দিন বলেন, ‘পুরো ঢাকাকে ১৪৪টি ভাগে ভাগ করে ডিএমএ নেটওয়ার্ক করা হলো। যাত্রা শুরু করেছে। দক্ষিণ এশিয়ায় এটি কেউ করতে পারেনি। যেখানে ডিএমএ করা হয়েছে, সেখাবে রিজার্ভার পর্যন্ত পানির মান ভালো। আমরা ওয়াসার টেকনিক্যাল লস ৫৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কড়াইল বস্তি এলাকায় এক সময় মাস্তানরা পানির ব্যবসা করত। অনেক কষ্ট করে আমরা সেটি সমাধান করেছি। ডিএমএ’র মাধ্যমে তারা ভালো পানি পাচ্ছে।’

সভায় অন্যদের মধ্যে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সভাপতি নাসের খান, বাসদের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এসোসিয়েট কো-অর্ডিনেটর নেসার আমিন, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট রাশেদ হাসান ও অ্যাডভোকেট রাশিদা বেগম বক্তব্য রাখেন।

সারাবাংলা/ইউজে/একে

ওয়াসা নাগরিক সমাজ পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর